1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

মহান বিজয় দিবসে মাদারীপুর জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর প্রতিনিধি।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ দিনটি বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় ও গৌরবময়। জাতির এই মহান অর্জনের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করতে সূর্যোদয়ের সাথে সাথে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবসে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম মহোদয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৮:০০ ঘটিকায় মাদারীপুর জেলা সার্কিট হাউজে সম্মানিত জেলা প্রশাসক মাদারীপুর জনাব মোছাঃ ইয়াসমিন আক্তার এবং মাননীয় পুলিশ সুপার মাদারীপুর জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার,পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান,বিপিএম, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park