1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

মহান ধর্মীয় ভাব গাম্ভীর্যে সনাতন ধর্মের রথযাত্রা উৎসব পালিত:

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১ বার পঠিত

:
DhakaPost71:এইচ এম মনিরুজ্জামান লিডার ( জেলা প্রতিনিধি) বরিশাল :
বৈদিক স্ব্যং সেবক সংঘের আয়োজনে পুর্ন ধর্মীয় ভাব-গাম্বীর্যে প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব১৪৩১ পালিত হয়েছে। বরিশালের গৌরনদী থানার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহীপুন্যধাম শ্রী শ্রীরাধাচরন দরবেশের আশ্রিম প্রাঙ্গন থেকে আজ বিকাল ৪টানাগাদ স্থানীয় পুন্যার্থীদের ব্যাপক উপস্থিতিতে বৈদিক যগ্গের মাধ্যমে উৎসব কার্যারম্ভ করা হয়। বিকাল ৫টা নাগাদ রথযাত্রা র পবিত্র শোভাযাত্রা আরম্ভ হয়।সাকোকাঠির শ্রী শ্রী রাধাচরন দরবেশের আশ্রম প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটু শুরু হয়ে ঘন্টেশ্বর সংলগ্ন আগরপুর গ্রামের প্রয়াত বৈদিক পাঠক শ্রী গৌর গোবিন্দ দাসের বাড়িতে শোভাযাত্রা টি শেষ হয়। শোভাযাত্রা টিতে স্থানীয় পুন্যার্থীদের ব্যাপক অংশ গ্রহনে ও বৈদিক স্বয়ং সেবক সংঘের সকল স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় অত্যান্ত সুশৃঙখল ও সফল ভাবে সনাতন ধর্মীয় এ উৎসব টি গত ৩ বছর যাবত পালিত হয়ে আসছে। আগামী ১৫ জুলাই ২০২৪ ইং উলটো রথ ও শ্রী শ্রী রাধাচরন দরবেশের আশ্রম প্রাঙ্গনে মহা উৎসবের প্রসাদ অমৃত বিতরিনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park