মোল্লা মনিরুজ্জামান মনির
ইতালি প্রতিনিধিঃ-
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে অস্ট্রিয়া আওয়ামী লীগ শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, শফিকুর রহমান বাবুল, বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আরিফ রশিদ, মোহাম্মদ আলী মাতাব্বর প্রমুখ।