মোঃ আবদুল আলীম খান
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধিঃ-
ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা বাজারে গতকাল সোমবার (১১ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার উপজেলা প্রশাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা চান্দলা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা ও আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারি পরিচালক আসাদুল ইসলাম ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।