মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। গত ১১ ডিসেম্বর (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন , মেইন পিলার ২০৫৯/২ এস হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম
অভিযানে অবৈধ ভারতীয় বাসমতি চাউল ৩৩০ কেজি, চিনি ২৫০ কেজি, তাস ১৯২ পিচ, ডাবর আমলা তৈল ১৬২ পিচ, জনশন বেবি লোশন (100ml) ৫৩৪ পিচ, পাওয়ার চকলেট ১১০ প্যাক, নেহা মেহেদী ১৬০০ পিচ, কালার কালেকশন বাজি ১৭৫ পিস, নবরত্ন তৈল ০৮ বোতল, গ্রিপ ওয়াটার ১৫০ বোতল জব্দ করা হয়।
অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির একটি দল উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।
মোঃ আবদুল আলীম খান, ব্রাহ্মনপাড়া। কুমিল্লা। ০১৭১৬৪৩১৭৯৪