মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ১১ অক্টোবর সকালে মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে একটি পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। পুলিশ ও এলাকাবাসী জানান সাফিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর (শুক্রবার) ভোর ৬ টার সময় বাড়ির পাশে পুকুরের মধ্যে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক মহিলার লাশ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ খবর দেয় খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনার স্থানে যেয়ে নিহতের লাশ
উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করে।এই ব্যাপারে নিহত সাফিয়া খাতুনের স্বজনরা জানান সাফিয়া খাতুন
দীর্ঘদিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলেন। মৃত সাফিয়া খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার স্ত্রী ও খোরশেদ আলম প্রকাশ চারু মিয়ার মা। নিহত সাফিয়া খাতুন এর ছেলে খোরশেদ আলম প্রকাশ চারু মিয়া সাংবাদিকদের জানান আমার মা সাফিয়া খাতুন ১১ অক্টোবর রাত আনুমানিক তিনটায় তাহার বশত ঘরের
দরজা খুলে বাহিরে বাথরুমে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি ঘরে না ফিরে আসায় পরিবারের লোকজন বাড়ির আশে-পাশে খোঁজাখুঁজি করে। পরবর্তীতে ফজর নামাজের সময় স্থানীয় মসজিদের মাইকে তাকে না পাওয়ার ঘোষণা দেওয়া হয়। আনুমানিক ভোর ৬ টার সময় একই এলাকার সরাফত আলীর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থা তার লাশ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ আবুল মিয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে অবহিত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে সাফিয়া খাতুন এর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এই ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, আমি ঘটনার স্থান পরিদর্শন করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরী করে বৃদ্ধার লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে মৃত্যুর রহস্য।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান