1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ৩দিনে ১৬৫০ ট্রাক পন্য ও ১২ হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ মধ্যে পারাপার করেছে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

বেনাপোল থেকে এনামুলহকঃ
ভারত ও বাংলাদেশের মধ্যে বিরজমান পরিস্থিতিতেও দেশের কয়েকটি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি ও পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতীয় রাজনৈতিক নেতাদের আমদানি-রপ্তানি বন্ধের হুমকিতে কোন কাজ হয়নি।

বন্দর ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত তিন দিনে (রবি, সোম, মঙ্গলবার) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এক হাজার ৬৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। একই সময়ে ১১ হাজার ৭৮০ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতীয় পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে ৫ হাজার ৩৬৩ জন। এর মধ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) আমদানি-রপ্তানি হয়েছে ৫৯৭ ট্রাক, সোমবার ৪৪৪ ট্রাক ও রবিবার ৬০৭ ট্রাক পণ্য। বেনাপোল চেকপোস্ট দিয়ে মঙ্গলবার ভারতে পারাপার হয়েছে দুই হাজার ৪১২ জন, সোমবার তিন হাজার ৯২৪ জন ও রবিবার ৫ হাজার ৪৪৪ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এদের মধ্যে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী রয়েছে বেশি। গত তিন দিনে বাংলাদেশে প্রবেশ করেছে দুই হাজার ৫১৪ জন ভারতীয় নাগরিক ও বাংলাদেশ থেকে ফেরত গেছেন দুই হাজার ৮৪৯ জন ভারতীয় নাগরিক। বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত দু‘দেশের মধ্যে ৩৮০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়েছে। আর এক হাজার ৫২০ জন যাত্রী পারাপার হয়েছে।

ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত ঢাকার পাসপোর্ট যাত্রী আবুল কাশেম জানান, আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি ভারতে আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছে। জাকের স্ট্রীটের একটি আবাসিক হোটেলে আমরা ছিলাম। আমাদের কোন ঝামেলা হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক গনেশ রায় জানান, প্রতিদিনের ন্যায় আমরা ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসছি। আগের থেকে বর্ডার একটু কড়া। তবে মালামাল রপ্তানিতে আমাদের কোন বাধা সৃষ্টি করেনি কেউ। বেনাপোল বন্দরে বাংলাদেশি লোকজন আমাদের সাথে ভাল ব্যবহার করেছে।

বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে খালি করে ফেরত আসা ট্রাক চালক জাহিদ হাসান জানান, তিনি স্বাভাবিক সময়ের মত পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোন প্রতিবন্ধকতা নেই। নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা হয়েছে। ওপারের লোকজন আমাদের সাে কোন খারাপ আচরণ করেনি।

বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, বুধবার সকাল থেকেই বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। বুধবার সন্ধ্যা ৫টা পর্যন্ত দু‘দেশের মধ্যে ৩৮০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়েছে। গত ৩ দিনে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে এক হাজার ৬৪৮ ট্রাক পণ্য নিয়ে দু‘দেশের বন্দরে প্রবেশ করেছে। দু‘দেশের বন্দর ব্যবহারকারীরা নির্বিঘেœ কাজ করছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়া যাত্রীর চাপ একটু কম আছে। ভিসা বন্ধ থাকায় ভারতগামী যাত্রীর চাপ কমছে। গত তিন দিনে ১১ হাজার ৭৮০ জন দেশি বিদেশী পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতীয় পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে ৫ হাজার ৩৬৩ জন। যাত্রীদের কাছ থেকে জানা গেছে দু‘পারে কোন সমস্যা হয়নি কারো।

মোঃএনামুলহক, বেনাপোল প্রতিনিধ

তাং০৪/১২/২৪

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park