1. admin@dhakapost71.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে ৫ আগস্টের পরও চাঁদাবাজি ও ডাকাতি হচ্ছে : চরমোনাই পীর ভেড়ামারায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । ১৫ বিজিবি লালমনিরহাট ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল ও ৫ জনকে আটক করেছে পোরশা নওগাঁয় কনকনে ঠান্ডায় বিপাকে জনজীবন ও আজকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস। রাজাশন প্রিমিয়ার লীগ সিজন-১২ এর শুভ উদ্বোধন মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী। কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে বণিক সমিতিগুলোর মত বিনিময় সভা ন‌ওগাঁর মান্দায় কমেছে সবজি ও পেঁয়াজের দাম লোকসানের শঙ্কায় কৃষক। রায়পুর পৌর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল: শরীয়তপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর আমরা অন্যায় অত্যাচার শিকার হয়ে এদেশে আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির অনেক নেতাকর্মী ঘুম-খুনসহ মামলা-হামলার শিকার হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণআন্দোলন তৈরি হয়েছে। এ গণআন্দোলনের মুখে তারা পলায়ন করেছে। একটি সরকার কতটুকু জনশত্রুতে পরিণত হতে পারে, যখন তারা পলায়ন করতে বাদ্য হয়। এটা বুঝতে আর বাকী থাকে না।
অন্যদিকে, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কেউ আইন হাতে নিবো না। আমরা ন্যায় ও সঠিক বিচার চাই।
রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে ২০১৮ সালে আওয়ামী লীগের দেয়া একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হাজিরা দিয়ে কোর্ট এলাকায় সাংবাদিকদের সাথে আলাপ কালে শরীয়তপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, সাধারণ সম্পাদক সরদার একে এম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, কার্যকারী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘ বিগত দিনে আমরা নানান ভাবে হয়রানির শিকার হয়েছি। এখন আমরা ন্যায় ও সঠিক বিচার চাই।
তিনি আরও বলেন, মানুষ এতো অত্যাচার নির্যাতন সহ্য করার পরও মানুষের মুখে হাসি রয়েছে। তারা মনে করে আমরা এখন শান্তিতে আছি, সামাজিক পর্যায়ে থেকে চলাফেরা করতে পারছি। এসমাজিক পর্যায় যেন অব্যাহত থাকে। ভবিষ্যতে এ সমাজিক পর্যায়ের মধ্য দিয়ে দেশে যেন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। সে জন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো। যত রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন আইনশৃঙ্খলার উন্নয়নে সেটা আমরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতার করে যাচ্ছি এবং করবো।’
 
এসময় শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শরীয়তপুরে বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা কেউ আইন হাতে নিবোনা। আইন আইনের গতিতে চলবে।

এসময় বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক ভাবে অতীত এ কর্মকাণ্ডকে মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে নিজের হাতে তুলে নেবো না। আমরা সরাসরি প্রতিশোধ গ্রহণ করব না। আইনানুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ গ্রহণ করবে আইনের মাধ্যমে। সেজন্য দলের পক্ষ থেকে রাজনৈতিক ভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park