মো:বাহার উদ্দিন
দীঘিনালা প্রতিনিধিঃ-
ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর। দীঘিনালা উপজেলায় এই প্রথম বিএনপি সমাবেশ করতে যাচ্ছে। সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামীকাল সম্প্রীতি সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি)।
নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সারাদিন সম্প্রীতি সমাবেশের স্টেজ মেরামতের কাজ করতে দেখা গেছে। এছাড়াও রাতে উপজেলার মেইন ফটকে সড়কের দুপাশে রঙিন লাইটের আলোকসজ্জায় করতে ব্যস্ত সময় পার করছে দলীয় কর্মীরা।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে শুরু করে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত দলীয় প্রধান, উপদেষ্টাসহ সিনিয়র নেতাদের ছবি দিয়ে ব্যানার, ফেস্টুনসহ রঙিন আলোয় সেজেছে সড়কের দুপাশ।
দীঘিনালা উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামসু রানা বলেন, আগামীকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাস মহােৎসব পরিদর্শন করবেন। পরে বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রীতিভোজের পর। উপজেলায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ বক্তব্য রাখবেন। এতে করে দীঘিনালায় পাহাড়ি বাঙালি ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের এক মিলনমেলা হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান