1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

বাঁকখালী নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌ দল চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পঠিত

রামু প্রতিনিধিঃ
মোহাম্মদ আলম

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে শুক্রবার, ১১ অক্টোবর বাঁকখালী নদীর তীরে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাঁকখালী নদীর দুই তীর মুখরিত হয়ে উঠে মারো মারো ধ্বনি, নাচগান ও উল্লাসে। প্রতিযোগিতায় অংশ নেয় অফিসেরচরের ছয়টি নৌ দল। নানা রাউন্ডের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর চ্যাম্পিয়ন হয় অফিসেরচর মায়ের দোয়া নৌ দল, রানার্স আপ অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌ দল এবং তৃতীয় স্থানে অবস্থান করে অফিসেরচর সোনার তরী নৌ দল।

অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌ দলের ইসনান এবং অফিসেরচর মায়ের দোয়া নৌ দলের কলিম উল্লাহ সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হন।

প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই বাঁকখালী নদীর তীরে হাজার হাজার মানুষ সমবেত হয়। জাতীয় সংগীত ও আতশবাজির মধ্য দিয়ে ক্রীড়া উৎসবের সূচনা হয়। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণসহ মোট ১০টি ফাড়িতে অনুষ্ঠিত এ নৌকা বাইচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ওমর ফারুক মাসুম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ি হাবিবুল হক, ব্যবসায়ি জামাল উদ্দিন, ব্যবসায়ি মোহাম্মদ নুরুল আলম, রামু প্রেস ক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, এবং আরও অনেক সম্মানিত অতিথি।

বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ সফলভাবে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ আয়োজন করায় সর্বস্তরের ক্রীড়ামোদী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park