মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ: রুহুল আমীন খান উজ্জ্বল
অবৈধ বালু ব্যবসায়িক আলফাজ মাধবপুর থানা ০৬ নং শাহজাহানপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
এলাকার মধ্যে আতঙ্কের নাম ছিল আলফাজ এলাকাবাসী নিশ্বাস ফেলেছেন তার গ্রেফতারে, বিএনপি যে সন্ত্রাসের কর্মকান্ড করে তার এই প্রমাণ। জমির দালালি নিরীহ মানুষকে হয়রানি করা ছিল তার কাজ।
এই মামলার ঘটনার তারিখ, ২৫/০৪/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬ ঘটিকার সময় ঘটনা ঘটেছিল মাধবপুর থানা দিন ৭ নং জগদীশপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কে মুক্তিযোদ্ধা চত্বর।
এই মামলার বাদী ছিল আতাউর রহমান ওই ঘটনার দিন আলফাজের নেতৃ্ত্বে আতাউর এবং আতাউরের তার আত্মীয়-স্বজন সবাইকে মারাত্মকভাবে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এখন আবার আলফাজের আত্মীয়-স্বজনকে মেসেজ দিয়েছে যদি জামিনে আসতে পারি তাহলে আতাউর এবং আতাউরে আত্মীয়-স্বজনকে বারোটা বাজিয়ে ছাড়বো।