মোঃইনামুল হক
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের বদরগঞ্জ থানায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত ছয় আসামীকে আটক করেছে পুলিশ।শনিবার ২৩নভেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,
নরেশ চন্দ্র রায়,পিতা:কালীদাশ চন্দ্র রায়।রামনাথপুর ইউনিয়ন ঘাটাবিল সরদারপাড়া,রেজোয়ান হোসেন, পিতা আখেরুজ্জামান রোস্তমাবাদ কুতুবপুর সুলতানা রাজিয়া,স্বামী এনামুল হক, মুন্সিপাড়া,রাসেল বাবু,পিতা মোঃ নয়া মিয়া,লোহানীপাড়ার কাচাবাড়ি নয়াপাড়া গ্রামে।
পেয়ার আলম,পিতা মোঃ মরিচ মিয়া, কাচাবাড়ি নয়াপাড়া,
খলিল মন্ডল, পিতা মৃত আব্দুল জব্বার, বালাপাড়া গেরামে।
অভিযানের নেতৃত্বে দেন,বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন ও তার সঙ্গীয় ফোর্স।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন,গ্রেফতারকৃত আসামিরা ডাকাতি,চুরি,
হত্যা,চেষ্টাসহ বিভিন্ন মামলায় অভিযোগে ওয়ারেন্টভুক্ত ছিলো।তাদের প্রত্যেককে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান