1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত,বসতবাড়িতে অগ্নিসংযোগ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

মোঃইনামুল হক
বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-

রংপুরে বদরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত।বাড়িতে অগ্নিসংযোগ ঘটনার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মধুপুর ইউনিয়ন রাজরামপুর কালজানি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী মাহবুব আলম থানায় বক্কর নামে এক ব্যাক্তিকে প্রধান করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত ও স্হানীয় সূত্রে জানা গেছে,রাজরামপুর কালজানি গ্রামে  মাদ্রাসা কতৃপক্ষের সঙ্গে মাদ্রাসা জমি নিয়ে এলাকাবাসীর সঙ্গে  বিরোধ চলে আসছিল।রাজরামপুর কালজানি গ্রামে মৃত নজবুদ্দীন নামে এক ব্যাক্তির ৫একর জমির মধ্যে। ৩একর ২৪শতক জমি মাদ্রাসা নামে দান করেন।বাকি ২একর ২৬শতক জমি মৃত নজবুদ্দীন এলাকাবাসীর বিভিন্ন জনের কাছে বিক্রি করেন।এরপর এলাকার লোকজন তাদের ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মান করে।এবং  চাষাবাদ করে আসছে।সম্প্রতি মাদ্রাসা কতৃপক্ষ বলে,মাদ্রাসার দানকৃত জমির ২৮শতক এখনো ২একর ২৬শতক জমির মধ্যে রয়েছে। এনিয়ে দীর্ঘদীন বিরোধ চলছে।এনিয়ে স্হানীয় ও থানার মাধ্যমে মীমাংসা গেলেও মাদ্রাসা কতৃপক্ষ তাদের ২৮শতক জমি দাবি করে আসছে।

স্হানীয় আসাদুজ্জামান নামে এক যুবক বলেন,ঘটনার দিনে মাদ্রাসা কতৃপক্ষের লোকজন এসে মাহবুব আলম বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ করে।ঘরে জমি বন্ধকের ওগরু বিক্রির ১লাখ ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।এছাড়াও মাসুমা,রতন,সেলিনা তিনজনকে ধরে মারধর করে।তারা হাসপাতালে ভর্তি আছে। 

মাহবুব আলীর স্ত্রী বলেন, ওরা ২০০থেকে ৩০০লোক আসি জোরপূর্বক হামার জমির ধান কাটি নিয়ে গেছে ওরা।আবার ঐ জমিত শস্য নাগাইছে।হামার ঘরোত আগুন দিছে।পাথর দিয়ে ঢেলে টিন ফুটা করে দিছে।হামরা এর উপযুক্ত বিচার চাই। 

দুলুমিয়া নামে এক চা দোকানী বলেন,বৃহস্পতিবার রাতে ওর হঠাৎ দেশিয় অস্ত্র নিয়ে আসি পাকার মাথায় আজহার আলী মার্কেটে হামলা চালায় দোকানপাট ভাংচুর করে।

অভিযোগ অস্বীকার করে বলেন,বক্কার ও তার লোকজন আমরা তাদের কোন বাড়িঘর মার্কেটে হামলা চালায় নাই।উল্টো তারায় আমাদের লোকজনকে পিটিয়ে আহত করে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park