গলাচিপায় বড় ভাইয়ের শত্রুতার জের ধরে অটো রিকশা চালক ছোট ভাইয়ের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে উলানিয়া চৌরাস্তা থেকে গলাচিপা আসার পরে মন্দিরের উত্তর পার্শ্বে আয়শা সিদ্দিকী জামে মসজিদে যাওয়ার কাচা রাস্তার উপর ডেকে নিয়ে ৮/১০ জন সন্ত্রাসী মো. সোহাগ ডাক (৩০)কে এলোপাতাড়ি মারধর করেন বলে মামলা সূত্রে জানাযায়। আহত অবস্থায় সোহাগকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এবং উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রেফার করেন।
থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, এজাহার আকারে অভিযোগ পেয়েছি। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান