মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি
শরীয়তপুর।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মোটরসাইকেল চোর ধরা পড়লো।
মোটরসাইকেল এর মালিক বাড়ৈ পাড়া গ্রামের মাস্টার শাহজাহান সিরাজ মল্লিক,সেক্রেটারি :খান বাড়ী জামে মসজিদ, বাড়ৈ পাড়া, নড়িয়া পৌরসভা,০২ নম্বর ওয়ার্ড,উপজেলা : নড়িয়া,জেলা: শরীয়তপুর অদ্য ১৬/০৮/২০২৪ খ্রি রোজ শুক্রবার নড়িয়া এস আর মসজিদে জুমার নামাজ শেষে বাইরে এসে তিনি মোটরসাইকেল টি দেখতে না পেয়ে ব্যক্তিগত ভাবে অনেক খোঁজ খবর নেন।পরে তিনি বুঝতে পারেন,গাড়ী টি চুরি হয়ে গেছে। তিনি ততক্ষণাৎ ফেসবুকে একটি পোস্ট দেন এবং শরীয়তপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে যেমন,শরীয়তপুরের প্রেমতলা মোড়,জাজিরা উপজেলার টি এন্ড টি মোড় সহ অন্যান্য মোড়ে বিভিন্ন লোকের পাহাড়া বসান।ফলে অল্প সময়ের মধ্যে চোর ধরা পড়ে যায়।গণ পিটুনির হাত থেকে বাঁচাতে তিনি অত্যন্ত দায়িত্ব শীলতার পরিচয় দিয়ে বাড়ী এনে নিজ কক্ষে চোর কে আটকে রেখে নড়িয়া থানা পুলিশে খবর দেন।পুলিশ এসে চোরটি কে থানায় নিয়ে যায়।জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর নিজের নাম ঠিকানা,কেন চুরি করেছে জানতে চাইলে সে এর সদুত্তর দেয়নি।নিজের নাম কখনো শাহাদাত কখনো কামাল হোসেন বলে।বাবার নাম চাহেদ আলী ছৈয়াল,গ্রাম :পাঁচক,ইউনিয়ন: ভোজেশ্বর,উপজেলা: নড়িয়া,জেলা:শরীয়তপুর বলে জানায়।