মোঃ শাকের (৩২) নামক একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট ) রাতে নোয়াখালী-ফেনী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার নামক স্থানে গাড়ি উঠার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে দুটি বস্তাসহ আটক করা হয়। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৬, ব্লক সি, সাইট নং ৮২০, ৫ নং ওয়ার্ডের বর্তমান শরনার্থী মো: হোসেন ছেলে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কতিপয় মাদক কারবারি নোয়াখালী- ফেনী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার সংলগ্ন বাস স্ট্রান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে দুইটি বস্তাসহ একজনকে আটক করে বাকিরা কৌশলে পালিয়ে যায়, পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ঐ নাগরিকের সঙ্গে থাকা দুইটি বস্তার ভেতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত শাকের জানান, সে একটি সংঘবদ্ধ দলের সাথে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কথা জানান।
ফেনী মডেল থানার অফিস ইনচার্জ মো: সহিদুল ইসলাম চৌধুরী রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।