ডেক্স রিপোর্ট :
ককক্সবাজার খুরুশকুল ইউনিয়নের ঘোনার পাড়া
এলাকার মালেশিয়া প্রবাসী রেজাউল করিম প্রকাশ আব্বু তার ক্রয়কৃত জমির প্রাচীর দিতে গেলে তার ছোট ভাই মানিরুল করিম ও শফিউল করিম কর্মরত মিস্ত্রিদের মারধর করেন এবং তাদের লম্বা ধারালো দেশি দা দিয়ে দৌড়ানি দেন। জীবন বাচাঁতে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। ছোট ভাই মনির কাজে বাধা দিলে রেজাউল করিমের বউয়ের বড় ভাই কাজে বাধা দিলে তারা মিস্ত্রি মঞ্জুর আলমকে পিঠিয়ে জখম করেন মনিরুল করিম। উক্ত স্থানের স্থানীয় লোকজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে স্থান পরিদর্শনে গিয়ে কথা বললে ভুক্তভোগীর স্ত্রী জানান, তাদেরকে দীর্ঘদিন যাবৎ অত্যাচার করছে মনিরুল করিম ও তার ভাইয়েরা। তারা নিজের টাকা দিয়ে জমি কিনে জমির প্রাচীর নির্মাণ কাজ করতে চাইলে মনিরুল করিম ও শফিউল করিম বাধা দেয় রেজাউল করিমের স্ত্রী কে দৌড়ান দেয় তিনি মনিরুল করিমের দৌড়ানি খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। এবং মিস্ত্রিদের তাড়িয়ে দেন।
মনিরুল করিমের সাথে কথা বললে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন এবং পরে বিষয়টি স্বীকার করে বলেন আমাকে গাছ কাটতে না দেওয়ার কারনে আমি তাদেরকে কাজে বাধা দিই। মিস্ত্রি মঞ্জুর আলম জানান, তিনি কাজ করতে গেলে দুপুরের পর তিনি কাজ শুরু করেন তখন অভিযুক্ত মনির তাকে অকথ্য ভাষায় ভাষায় গালিগালাজ করেন এবং তেড়ে এসে তাকে কিল ঘুসি দিয়ে তাকে রক্তাক্ত করেন। তার ঘুসিতে আমার দাতে আঘাত হয়েছে এবং মাড়ি মচকে গেছে। আমি একজন শ্রমিক। আমি এর বিচার চাই
স্ত্রী ও ভাবে ভুক্তভোগী রেজাউল করিম অভিযোগ করেন তার ভাইয়েরা জোর করে তাদের ক্রয় কৃত জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং আমার বাগানের গাছ কেটে নিচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন। এবং তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান