(নুর আলাম বিপ্লব নোয়াখালী)
-সাত বছর পূর্বে ২০১৫ সালে কবিরহাট উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের পূর্ব নুপুর গ্রামের চৌধুরী মিয়া বাড়ির ফয়েজ আহমদ জসিমের মেয়ে ইয়াসমিনের সাথে বিয়ে হয় বরিশাল নিবাসী কাশেম মাদবরের ছেলে রাশেদের সাথে, তাদের কোলজুড়ে আসে একটি পুত্র ও একটি কন্যা সন্তান গাড়ি চালক রাশেদ এর৷ সাথে ইয়ামিনের ছয় বছর সুখে সংসার চলছিল,গত বছর টিকটকের মাঝে ইয়ামিনের সাথে পরিচয় হয় নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন এর ওমরপুর গ্রামের নয়না বাড়ির কৃষি অফিসার মফিজ মিয়ার ছেলে সাইদুর রহমান সাইফুরের সাথে। ইয়াসমিন tiktoker সাইফুলের সাথে পরকীয়া জড়িয়ে পড়ে। পরে বিয়ে করে আগের স্বামীকে তালাক দিয়ে দেয়৷বিয়ের কয়দিন পর টিকটকার সাইফুলের অসৎরূপ ফুটে উঠে। ২৪ জুন ২০২৪ ইয়াছমিন এর নগ্ন ভিডিও ধারনা করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলে হুমকি দিয়ে ১ ম স্বামীর নিকট পাঠিয়ে দেয়,এবং ১ লক্ষ টাকা চায়,ইয়াছিন প্রথম স্বামীর রাশেদকে নিয়ে দ্বিতীয় স্বামী সাইফুলের নিকট আসে, ওরা তিনজন একসাথে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে নারায়ণগঞ্জে এক বাসায় বসবাস করে হঠাৎ গত সাপ্তাহে জনগণ এদের আচরণ বুঝতে পারায় ইয়াছিন কে রেখে দুই স্বামী পালিয়ে যায়, ২৫ / ৪/ ২০২৪ বৃহস্পতিবার ইয়াসমিন তার দ্বিতীয় স্বামী সাইফুল এর বিচারের দাবি নিয়ে ও স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য নোয়াখালী চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর গ্রামের নয়ন্নার৷ বাড়ীতে অবস্হান শুরু করে।