রুহুল সরকার, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ পূর্বধলায় R T ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৮ জুলাই) বিকাল ৩.০০টায় উপজেলার বুধী গ্রামের রুমন তালুকদারের বাড়ি সামনে ঘরোয়া ম্যাচে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে একটি মনোমুগ্ধকর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদার এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার। মনোমুগ্ধকর এই প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে অবিবাহিত দল ২-১ গোলে জয়লাভ করে। এসময় উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দল অবিবাহিতদের মধ্যে খাসি পুরস্কার তুলে দেন।