1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

পূর্বধলায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৬ জুলাই) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ অসহায় পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন (এমপি)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল হক রতন, পূর্বধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান জুয়েলসহ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ৩৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪৫ বান ঢেউটিন এবং প্রতি জনকে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এদিকে ঢেউটিন ও নগদ আথির্ক অনুদানের চেক হাতে পেয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park