রুহুল সরকার পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২/২৪-২৫ মৌসুমের রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার ( ৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোন-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জুয়েলসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাধারণ কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীবৃন্দ। এসময় উপজেলার মোট ১ হাজার ৫ শত জন কৃষকের মধ্যে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য ১৫শত কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের উফসী বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।