মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
১৮/১২/২০২৪ খ্রিঃ বিকাল ৩.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, পঞ্চগড় ড্রিল সেডে জেলা পুলিশ পঞ্চগড় এর আয়োজনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড় কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।
পুলিশ সুপার সমাজের বিত্তবান মানুষকে অসহায় শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ফারহানা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড়। তিনি বক্তব্যে বলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড়, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। পুনাক পঞ্চগড়, এর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড়, আরও-১, রিজার্ভ অফিস, পঞ্চগড় সহ জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।