অমিত হাওলাদার
পিরোজপুর জেলা প্রতিনিধি:-
পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের দিকনির্দেশনায় ও তত্তাবধানে মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিশেষ অভিযানে গত ১৮/১১/২০২৪ তারিখে ২ অটোচোরকে আটক করা হয় ও তাদের হেফাজত হইতে ১ টি চোরাই অটোগাড়ি ও ২ টি চোরাই ব্যাটারী উদ্ধার করা হয়। জনৈক মোঃ শাহাদাৎ হাওলাদার (৪৪) মঠবাড়িয়া থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন তার কমলা রংয়ের অটোগাড়িটি গত ১৬/১১/২০২৪ তারিখ রাত ৮.০০ টা থেকে ৮.৩০ এর মধ্যে মঠবাড়িয়া থানাধীন ২ নং ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন ডাক্তার সমিত্র সিংহা এর বাসার সামনে পাঁকা রাস্তার পাশে রেখে বেকারীর দোকানে গেলে ফিরে এসে দেখতে পান অটোটি চুরি হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে মঠবাড়িয়া থানায় মামলা নং-৯ তারিখঃ ১৭/১১/২০২৪ ধারা-৩৭৯ দঃবিঃ রুজু হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত চুরি যাওয়া অটোটি ও ২ টি ব্যাটারী এবং অটো চোরচক্রের ২ জন চোরকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন
১. সোহেল শিকদার (২৩),পিতা-মোসলেম শিকদার,২.মোঃ মিরাজ (২৮),পিতা-সালাম হাওলাদার উভয়সাং-মিঠাখালি ৩নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সংঘবদ্ধ অটো চোর চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।