লোকমান হোসেন
(ফটোসাংবাদিক)
৯অক্টোবর বুধবার শার্শা বেনাপোল থেকে। বেনাপোলে ধুমধাম এর সাথে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বেনাপোল পাটবাড়ি পুজো মণ্ডল কমিটির সেক্রেটার গৌতম কুমার জানান প্রত্যেক বছরের ন্যায় এবারও ধুমধাম এর সাথে পালিত হচ্ছে দুর্গোৎসব। বেনাপোল পাটবাড়ী হরিদাস ঠাকুরের মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীর মানুষেরা একত্রিত হয়ে উৎসবটি আনন্দের সাথে পালিত করছে।
জেলা প্রশাসক মোঃআজহারুল ইসলাম জানান। শার্শা বেনাপোলের হরিদাস ঠাকুরের পাটবাড়ী মন্দির টি সারা বাংলাদেশ জুড়ে খ্যাতি অর্জন করে আসছে। এই মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবে দুস্কৃতি কোন পক্ষ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আইন রক্ষাকারী সকলকে সতর্ক দৃষ্টিতে থাকতে বলা হয়েছে। তিনি আরো বলেন পুলিশ, বিজিবি, আনসার, ভিডিবি, দায়িত্ব পালনে গুরুতর।
শারদীয় দুর্গোৎসবে সাধারণ জনতা থেকে শুরু করে ছাত্র জনতা রাজনৈতিক জনতা। সকলকে তাদের পাশে থেকে অনুষ্ঠানটি সম্পূর্ণ করার আদেশ দিয়েছে।
বেনাপোল পোট থানার ওসি ইন চার্জ মোঃরাসেল মিয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। তিনি আরো বলেন বেনাপোল পর থানার অধীনে যত হিন্দু সম্প্রদায়ের মন্দিরে শারদীয় উৎসব পালিত হচ্ছে সমস্ত মন্দিরের প্রতি প্রশাসনের কড়া নজর রেখে অনুষ্ঠানটি শেষ করার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান