1. admin@dhakapost71.com : admin :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

পলাশে এইচ এস সি পরীক্ষায় ফলাফলে শীর্ষে ডাঃ নুর মহসিন গার্লস কলেজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

পলাশ নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার পলাশ উপজেলায় প্রকাশিত চলতি বছরে এইচ এস সি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে এবার শীর্ষে অবস্হান করছে উপজেলার ডা, নুরমহসিন গার্লস স্কুল এন্ড কলেজ, উপজেলার ৭ কলেজের মধ্যে ডাঃ, নুরমহসিন গার্লস কলেজটি রেজাল্টের শীর্ষের ধারাবাহিকতা বজায় রেখেছেন, চলতি বছরও এ কলেজ থেকে ১৪৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, এদের মধ্যে ১১ জন জিপি এ ৫ পেয়েছে পাশের হার ৯৩.৫৫% অপর দিকে পলাশ উপজেলা রেসিডেন্সিয়াল কলেজ থেকে ৯৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে, জিপিএ ৫ পেয়েছে ৭ জন, পাশের হার ৯৩.৪০% ঘোড়াশাল সারকারখানা কলেজ থেকে ৪০ জন শীক্ষার্থী কৃতকার্য হয়েছে,জিপিএ ৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৯৩.০২% পলাশ সেন্ট্রাল কলেজ থেকে৩২৪ জন শীক্ষার্থী কৃতকার্য হয়েছে,জিপিএ ৫ পেয়েছে ২০ জন পাশের হার ৮৯.৭৫ %,,পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে,৩৪৩জন শীক্ষার্থী কৃতকার্য হয়েছে,জিপিএ ৫ পেয়েছেন৬ জন পাশের, হার ৭৫.৫৫%,শহীদ স্মৃতি কলেজ থেকে ১১৭ জন কৃতকার্য হয়েছে,জিপিএ ৫ পেয়েছে ৪ জন, পাশের হার ৭২.২২,% মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ থেকে ১৫৬ জন শীক্ষার্থী কৃতকার্য হয়েছে, জিপিএ ৫ পেয়েছে১০ জন,পাশের হার ৬৯.৯৬,%
এ বছর সারা দেশে মেয়েরা ছেলেদের থেকে সবথেকে ভাল ফলাফল করেছে, ঘোড়াশাল নুর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিনা নাসরিন জানান, নুরমহসিন গার্লস কলেজের রেজাল্টে সফলতা শুধু এ বছরই নয়, বরাবরই ভাল রেজাল্ট করে আসতেছে, এর পিছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সামাজিক পরিবেশও সফলতার অংশিদার,আগামি দিনগুলোতেও আমরা শিক্ষক পরিবার একসাথে কাজ করে এর সাফল্য অব্যাহত রাখতে চাই, আমি আমার উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্টানের সফলতাকেও অভিনন্দন জানাই, আমরা পলাশের সকল কলেজ প্রধানরা সকল প্রতিকূলতাকে কাটিয়ে শিক্ষাব্যবস্হাকে আরও সফলতার শীর্ষে নিয়ে যেতে চাই,

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park