1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে বিএনপি-২,জামায়াত-২, আঃলীগের-৭জন নির্বাচিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পঠিত

মোঃফেরদাউছ মিয়া
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-

গত ২১ অক্টোবর-২০২৪ ইং পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে সভাপতি-সম্পাদকসহ ২টি পদে বিএনপি,সাংগঠনিক ও ধর্মীয় দম্পাদকসহ ২টি পদে জামায়াত,এবং সহ-সভাপতিসহ ৭টি পদে আওয়ামীলীগ জয় লাভ করেছে।

নির্বাচনে বিজয়ীরা হলো যথাক্রমে সভাপতি শাহ আলম সরকার(বিএনপি) সাধারণ সম্পাদক পাপুল সরকার(বিএনপি)
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন
(জামায়াত) ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জান সরকার শাহিন (জামায়াত)
সহ-সভাপতি
আশরাফুজ্জামান
(আঃলীগ) অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল
(আঃলীগ)দপ্তর সম্পাদক এহছানুল হক মিলন মন্ডল (আঃলীগ)প্রচার ও সাহিত্য সম্পাদক বিদুষ চন্দ্র
(আঃলীগ) কার্যনির্বাহী সদস্য ২ জন যথাক্রমে মতিয়ার রহমান লাভলু ও অ্যাডঃআবেদুর রহমান সবুজ(আঃলীগ)।নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ৩৬ জুলাই(৫আগষ্ট)৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনার ফ্যাসিস্ট আওয়ামীগ সরকারের পতন ঘটলে স্বৈরাচারের দোসর একাধিক সাংবাদিক পালিয়ে গেলে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে প্রেসক্লাবে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি এ নির্বাচনের আয়োজন করে।

এদিকে সচেতন মহল মনে করছেন প্রেসক্লাবে আরো বেশ কিছু স্বৈরাচারের দোসর নিজেকে সাংবাদিক পরিচয়ে টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছেন। অতএব, সাধু সাবধান!

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park