বিশেষ প্রতিনিধি মোঃমেহেদী হাসান
দুপুরে শহরের পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ জিহাদ হোসেন (২৩) কলাপাড়া উপজেলার লেমুপাড়া গ্রামের মোঃ ধলা মিয়ার ছেলে।পুলিশ সুত্রে জানা যায় মোঃ জিহাদ হোসেন একজন পেশাদার প্রতারক। তিনি ভুয়া নাম ও ঠিকানা এবং মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন ওয়েব সাইটের মাধ্যামে মোটর সাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন প্রদান করেন। আর তার এই বিজ্ঞাপন দেখে ক্রেতারা মোটর সাইকেল ক্রয় করতে আসলেই প্রতারণার শিহার হন। গত ৩ ডিসেম্বর একটি বিজ্ঞাপন দেখে মোঃ আবিদ হাসান নামে এক ক্রেতা মোটরসাইকেল কিনতে পটুয়াখালী আসেন। এসময় জিহাদ হোসেন ক্রেতার কাছ থেকে মটর সাইকেল বিক্রয় বাবদ আড়াই লক্ষ্য টাকা নিয়ে পালিয়ে যায়।এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন প্রতারণার শিকার ব্যক্তি থানায় অভিযোগ দেয়ার পর আমরা গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ওই পেশাদার প্রতারকে আটক করতে সক্ষম হয়েছি। এসময় প্রতারনা কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ৩টি মোবাইল ফোন এবং ৬টি স্ট্যাম্প জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।