1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা, এক যুগ পর মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

পটুয়াখালী বিশেষ প্রতিনিধিঃ-
মোঃমেহেদী হাসান

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলার ঘটনায় এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার ৮ নভেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান করে ৫৭ জনকে আসামি করা হয়েছে।মামলা সুত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে  শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা তৎকালীন ক্ষমতাসীন  দল আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতে  ইটবাড়িয়া ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহ- সভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন। আর এ ঘটনায়  প্রায় এক যুগ পর বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের  ততকালীন সভাপতি মুক্তা প্রধান আসামী এবং  ৫৭ জনকে নামধারী এছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাত নামাকরে আসামী করা হয়েছে।এঘটনায় মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ‘২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে মুক্তা মিয়ায়ার নেতৃত্বে আওয়ামীলীগের নেতা কর্মীরা হামলা করে। হামলায় আমার বাবা গুরুতর আহত হয়। তখন আমার বাবার চিকিৎসাও আমরা ঠিক ভাবে করতে পারিনি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেখানে চিকিৎসাই করাতে পারিনি সেখানে বিচার পাওয়া তো দুরের কথা। ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট যখন এই সরকার বিতাড়িত হওয়ার পাশাপাশি ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হইছে, তাই ন্যাম বিচার পাওয়ার আসায় আমি মামলা করেছি।’মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইম‌তিয়াজ মাহমুদ বলেন, ‘২০১৩ সালে একটা হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে থানা পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park