নুর আলাম বিপ্লব নোয়াখালী জেলা প্রতিনিধি
সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগান নিয়ে দিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালন করা হয় কবিরহাট উপজেলা। শনিবার ৪ঠা নভেম্বর সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার নেতৃত্বে উপজেলা মাঠে র্যালি ও উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়,সভায় বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা সমবায় কর্মকর্তা নূর মোহাম্মদ সমাজসেবা অফিসার হাফিজ উদ্দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা জাহিদ হোসেন সমাজসেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, কবিরহাট প্রেসক্লাবের( ভাঃ) সম্পাদক নুর আলম বিপ্লব, চাপরাশিরহাট বণিক সমিতির সভাপতি এস এম ফারুক ও সাবেক সম্পাদক নুরুন্নবী, বক্তারা বলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম উন্নয়ন আদর্শ ছিল সমবায়, যা আত্মসামাজিক উন্নয়নের একটি পরীক্ষিত পদ্ধতি, সমবায়কে এই গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু সমবায় কে রাষ্ট্রীয় মালিকানা দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেছিলেন, ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে একটি প্রেরণাদায়ী অঙ্গীকার, কবিরহাট উপজেলায় ২৫টি সমবায় সমিতি নিবন্ধিত আছে, যার সদস্য সংখ্যা ৬৫৯৪ জন,সমিতি গুলো নিজস্ব তহবিল হতে সদস্যদের ঋণসহতা প্রদান করে থাকে, সমিতি গুলোর আদায়কৃত শেয়ার মুলধন ২,২৬২৩,০০০ টাকা সঞ্চয় আমানত ৭,৯৩,৫০,০০০ টাকা কার্যকরী মূলধন ১০৬৩০৬০০০ নিজেস্ব মুলধনে সৃষ্ট সম্পদের পরিমাণ ৩,২০,০০,০০০,টাকা। সভাপতি বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, জাতীয় পর্যায়ে উন্নয়নের ধারাকে অব্যাহত টেকসই রাখতে সমবায়ের বিকল্প নেই, স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন স্মার্ট ইকনোমি,স্মার্ট গভমেন্ট ও স্মার্ট সোসাইটি,। তাই আমরা সমবায়ের গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ,।।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান