নুর আলাম বিপ্লব নোয়াখালী ---
-ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় নোয়াখালী কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে , ২৪ শে অক্টোবর ( মঙ্গলবার) বিকেল চার ঘটিকায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরী সভার আয়োজন করা হয়, সভায় দুর্যোগ মোকাবেলায় নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কবিরহাট থানার ওসি( তদন্ত) হেলালউদ্দিন, ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান,ধান শালিক ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন, ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা শাহাজান, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ নিজামউদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বোরহানউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সাংবাদিক রেজাউল করিম ও নুর আলম বিপ্লব। বক্তারা বলেন পূর্বের যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে সবাই সম্মিলিতভাবে সমন্বয় রেখে শক্ত হাতে দুর্যোগ মোকাবেলা করেছি আগামী ২৪ ঘন্টায় সবাই সম্মিলিতভাবে উপকূলীয় ইউনিয়নগুলোতে কাজ করব। সভা শেষে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ধানশালিক ও ধান সিড়ি ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন, এবং সব ধরনের সতর্কতা ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের কে নির্দেশ দেন, নদী কুলের ঝুঁকিপূর্ণ বাড়িঘরের মানুষের খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান