নুর আলাম বিপ্লব নোয়াখালী জেলা প্রতিনিধি::–
নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশাচালক রিয়াজ (১৬)হত্যা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে এক আসামী, শুক্রবার (২৫)আগস্ট সন্ধ্যায় নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ এর আদালতে আসামি ১৪৪ধারায় জবানবন্দীদেয়, স্বীকারোক্তি দেওয়ার পর আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে সুদারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য গত ১০ই আগস্ট সদর উপজেলার কাদিরা হানিফ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব রাজাপুর এলাকার অটো রিক্সা চালক রিয়াজ উদ্দিনকে গলা কেটে হত্যার পর অটো রিক্সাটি ছিনতাই করে দুর্বৃত্তরা নিয়ে যায়। রাতে পথচারীরা সড়কের পাশে খেতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।রিয়াজউদ্দিন বদরপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।