1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

নেজামে ইসলাম পার্টি রামু ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়ন কমিটি নবায়ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৪ বার পঠিত

রামু প্রতিনিধি: মোহাম্মদ আলম

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফতেখাঁরকুল ও চাকমারকুল ইউনিয়ন শাখার কমিটি নবায়ন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে শামিল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
চাকমারকুল ইউনিয়ন শাখা নবায়নকল্পে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় শাখা আমীর মাওলানা হাফেজ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

এ সভায় মাওলানা হাফেজ একরামুল হককে পূনরায় আমীর এবং হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে চাকমারকুল ইউনিয়ন শাখা নবায়ন করা হয়েছে। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা সুলতান আহমদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আমিনুল হক, মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সুলাইমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ কামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রহিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুনিরুল আলম, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আমিন, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান।
শনিবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব ফতেখাঁরকুল ইউনিয়ন শাখা নবায়নকল্পে শাখা আমীর মাওলানা আহমদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ বক্তা ছিলেন, জেলা ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

এ সভায় সর্বসম্মতিক্রমে পূনরায় মাওলানা আহমদুর রহমানকে আমীর ও মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিককে সাধারণ সম্পাদক করে ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার কমিটি নবায়ন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা কারী শামসুল আলম, যুগ্ম-সাধারণ মাওলানা আবুল হোছাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহহাব, অর্থ সম্পাদক মাষ্টার ইউছুফ নবী, প্রচার সম্পাদক হাফেজ আজিজুল হক, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, দফতর সম্পাদক মাওলানা আজিজুল হক, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য হাজী নুরুল ইসলাম, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, হাফেজ আকতার কামাল (শাওন)।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park