মোঃ নুরুল ইসলাম, সংবাদদাতা, নিকলী কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের নিকলীতে গত মঙ্গলবার ৭ই জানুয়ারি নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল ব্যাপক আরম্ভরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে শুভেচ্ছা ও উদ্বোধনী বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নিকলী উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এড্যাভোকেট বদরুল মোমেন মিঠু। সারাদিন ব্যাপী উপজেলার সাত ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৪ ও সাংগঠনিক পদে ৩ জন প্রার্থীতায় অংশগ্রহণ করেন। ৪৫৯ জন ভোটারের বেলট মত প্রকাশের ভেতর দিয়ে সভাপতি আলহাজ্ব হারুন আল কাইয়ুম (সাবেক সেনা সার্জেন্ট), সম্পাদক পদে আল মামুন (সাবেক মেম্বার), সাংগঠনিক পদে ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আনিসুজ্জামান মোহন নির্বাচিত হন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বর্তমান কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। সিনিয়র যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড্যাভোকেট মানিক মিয়া, পিপি কিশোরগঞ্জ জেলা জাজ কোর্ট। যুগ্ম আহ্বায়ক এড্যাভোকেট সাজ্জাদুল হক, নারী ও শিশু নির্যাতন আদালত কিশোরগঞ্জ। নিকলী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাবু তাপস সাহা অপু, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান দুলাল, যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান মানিক । উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি রেখা আক্তার, সাধারণ সম্পাদক পপি আক্তার। নিকলী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাধীন প্রমুখ।