ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক ঝামেলায় মানুষ চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে। এ ঘটনায় মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে।
জানা গেছে - খামারগাঁও গ্রামের বাসিন্দা মো: আব্দুল হক পারিবারিক ঝামেলা নিয়ে বাড়ির পাশের রাস্তা কেটে বন্ধ করে দিয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। সোমবার (৩০অক্টোবর) দুপুরে গিয়ে দেখা যায় রাস্তা কেটে নেট জাল দিয়ে বেড়া দিয়ে রেখেছে। চলাচলের জন্য সামান্য একটু জায়গা রেখেছে। ফলে মানুষজন চলাচল করতে পারছে না।
জানতে চাইলে মো: আব্দুল হক জানান- এদিক দিয়ে আমার রাস্তার কোন প্রয়োজন নেই। যেটুকু আছে তা দিয়েই যেতে হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান