জাহিদুল হাসান
নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ-
টাংগাইলের নাগরপুর উপজেলার
মামুদনগর ইউনিয়ন এর সবুজ সংঘ ক্লাবের আয়োজনে গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় এক বিশেষ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর
জনসাধারণের মাঝে এক আতন্ক বিরাজ করে আসছিল। দেশের এই ক্রান্তিলগ্নে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবটি জনসাধারণের মাঝে কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। প্রায় হাজার দুই যুবকবৃদ্ধ খেলা টি উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
মামুদনগর ইউনিয়ন শাখার অন্যতম প্রভাব শালী সদস্য
মামুদনগর ইউনিয়ন বাসীর আশা ভরসার প্রতীক জনদরদী গরীবের বন্ধু বিশিষ্ট সমাজসেবক
জনাব রাজু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যম কে জানান --
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর জাতি আজ এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই নতুন বাংলাদেশে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে সমান ভাবে।ক্লাবের উন্নয়ন এর স্বার্থে ক্লাব কর্তৃপক্ষকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মামুদনগর ইউনিয়ন বাসীর কাছে দোয়া চেয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান