হামিদুল হক মার্সাল
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-
নাইক্ষ্যছড়ি উপজেলার সদর ইউ,পি বাইশারী ইউ,পি দৌছড়ি, ইউ, পি এবং নাইক্ষ্যংছড়ি পূর্বাঞ্চল গর্জনিয়া ওকচ্ছপিয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এসব এলাকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে তাদের পরিবারের জীবীকা নির্বাহ করে থাকে।
নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রায় ৫৫ হাজার লোকের বসবাস। তাদের অন্যতম পেশা হল কৃষি। উক্ত কৃষকরা বিছামারা বিল,চাকঢ়ালা বিল,কম্বনিয়া বিল,বাইশারী,নারিস বুনিয়া বিল এবং লেবুছড়ি,হাজির মাঠ,বাহির মাঠ ইত্যাদি এলাকায় ধান রোপন করে তাদের সারা বছরের জন্য খাদ্য জোগাড় করে রাখে।বাইশারীর নারিস বুনিয়ার বাসিন্দা কৃষক হাবীব জানান, এবারের আমনের মৌসুমে বৃষ্টি ভাল থাকায় ফলন খুব ভাল হয়েছে।
কচ্ছপিয়া ইউনিয়নকে অন্যতম বৃহৎ কৃষি অঞ্চল বলা চলে।কচ্ছপিয়ায় রয়েছে অনেক বড় বড় বিল,যাতে কৃষক ধান চাষ করে প্রচুর ফলন ঘরে তুলতে পারে। কচ্ছপিয়া চাষাবাদের জন্য বিখ্যাত, ফাক্রিকাটার চর,বিল,চাকমার কাটার বিল,বড় জাংছড়ি বিল,মৌলভীর কাটা বিল,সূখমনিয়ার বিল,ফকির বিল,থানার বিল।গর্জনিয়া, কচ্ছপিয়ার কৃষকরা বাংলাদেশের অর্থনিতে অন্যতম ভূমিকা রাখে।