1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু.

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত

মো: রহমাতুল্লাহ হাসান সোহান.ক্যাম্পাস প্রতিনিধি.

নরসিংদীর মনোহরদীতে সড়ক
দুর্ঘটনায় রোহান(১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় তানিম নামে অপর একজন আহত হয়ে আইসিইউ তে ভর্তি আছে বলে জানা যায়.
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হেতেমদী টু সাগরদী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে এবং রাত আনুমানিক দশ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোহানের মৃত্যু হয়।
নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং নিহত রোহানের মামাত ভাই।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার(১৩ ডিসেম্বর) মাগরিবের নামাজের পরে চালাকচর বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে তার মামাত ভাই তানিমের সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। মোটরসাইকেল হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অন্যনা নামক একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তানিম ও রোহান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন বলেন,আহত দুই জনের মধ্যে এক জন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস থানায় নিয়ে আসে। চালক হেল্পার উভয় পালিয়ে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park