1. admin@dhakapost71.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইতালি মহানগর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাদারীপুরে পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে নামেই ভেটেরিনারি হাসপাতাল, চিকিৎসা সেবা নেই কাপ্তাইয়ে বিজয় দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত ইতালিতে আওয়ামী লীগের বিজয় দিবস পালিত ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ আটক -১ ঢাকায় অপহৃত দুই বোনকে দশমিনা থেকে উদ্ধার কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৫

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে ঘর-বাড়ী ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৭ বার পঠিত

মোঃ কাউছার মিয়া।
প্রতিনিধি,মনোহরদী-নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জেরে ঘর-বাড়ী ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,বিগত(৫ আগষ্ট)সোমবার সরকার পতনের দিনই উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে মর্মে মনোহরদী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃছাবিহা সুলতানা(৬২)।
অভিযোগকারী সংবাদকর্মীদের জানান,মোঃফকরুল আহমেদ মুকুলের নেতৃত্বে,স্বপন মিয়া,বাদল আহমেদ, মাহমুদুল হক কানন,হিরণ মিয়া,গোলাম মাওলা,গোলাম কিবরিয়া,মামুন মিয়া,মাসুম মিয়া,আরমান,মান্নান মিয়া,চাঁন মিয়া ও তোফাজ্জল হোসেনসহ দুষ্কৃতকারীদের একটি দল বিগত ৫ আগষ্ট(সোমবার)বাড়ীতে ঢুকে বাড়ী ও আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা,গহনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ৮ লক্ষ টাকা ফসলী জমি কেটে ফেলে ও ৫ টি দোকান ভাংচুর করে।যার আনুমানিক খরচ ৪ লক্ষ টাকা।
৬ আগষ্ট মঙ্গলবার দুষ্কৃতিকারীরা আমার বাড়ীতে আবারো আক্রমণ করে একটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয় ও একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।যার আনুমানিক খরচ ১০ লক্ষ টাকা।অভিযোগকারী আরও জানান,আমার ৩ ছেলে তারা সবাই দেশের বাহিরে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আছে।
তার মধ্যে একজন পুলিশ অফিসার শান্তি রক্ষা মিশনে রয়েছে। এমতাবস্থায় বাড়ীতে কোন পুরুষ লোক না থাকায় এবং দেশের সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে পূর্ব শত্রুুতার জেরে বিবাদীরা অজ্ঞাত আরো ৮/১০ জন দুষ্কৃতকারীরা মিলে আর্থিক ক্ষতি করার হীন উদ্দেশ্যে এ কাজটি সংগঠিত করেছে।আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে বিবাদী মুকুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি পৈতিকসূত্রে বাদীর কাছে সম্পত্তি পাওনা থাকলেও বাদী তা আমাকে দিচ্ছে না।
বরং নানাভাবে আমাকে হয়রানী করে আসছে। বর্তমানে বাদীর বাড়ী-ঘর ও আসবাবপত্র ভাংচুর এর ব্যাপারে আমার জানা নেই।তবে পরস্পর শুনেছি তাদের বাড়ীতে দুষ্কৃতিকারীরা হামলা করছে।
অভিযোগের বিষয়ে মনোহরদী থানার ওসি আবুুল কাশেম ভূঁইয়া,র কাছে যোগাযোগ করতে চাইলে,ওসি,র মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park