1. admin@dhakapost71.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে সারজিস আলম লিফলেট বিতরণ করলেন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ৭ দফা দাবি সমন্বিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি ও জনমত গঠনের জন্য সাধারণ মানুষকে মাঝে লিফলেট বিতরন করেন।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়, নরসিংদীর জেলখানার মোড়, পাঁচদোনা মোড়, মাধবদী সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় নরসিংদী ও শিবপুরে সমন্বয়ক সহ শত শত শিক্ষার্থী, জনতা কর্মসূচীতে অংশ নেন।
লিফলেট বিতরণের সময় সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সরকারি খরচে চিকিৎসা আওয়ামীলীগ ও তার দোষরদের বিচার করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ ৭ দফা দাবি নিয়ে জুলাই ঘোষনা পএ প্রকাশের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। নরসিংদী দিনব্যাপী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park