মুহাম্মদ নাছির উদ্দীন
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি:-
আজ ২০শে নবেম্বর সদ্য নিয়োগপ্রাপ্ত
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন লোহাগাড়া বড়হাতিয়ার কৃতি সন্তান শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইকবাল হোসেন । তিনি
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সাথে মত বিনিময় করেন এবং হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিত করতে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ ও পরিকল্পনার দিক নির্দেশনা প্রদান করেন।
নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জরুরি ও বহির্বিভাগ (OPD) সেবার দ্রুততা ও কার্যকারিতা নিশ্চিত করা,রোগীদের জন্য ২৪/৭ মানসম্মত চিকিৎসা সেবা চালু রাখার উপরও গুরুত্বারোপ করেন।
তিনি হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণ করেন।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু করা, যেমন মা ও শিশুর স্বাস্থ্য, টিকাদান, এবং পুষ্টি নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে সেবা প্রদানের উদ্দেশ্যের কথা জানান।
চিকিৎসক ও নার্সদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেন।
রোগীদের মতামত ও পরামর্শ গ্রহণের একটি ফিডব্যাক সিস্টেম চালু করে রোগীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে সেবার মান উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করতে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিশেষ সুবিধা ও ওষুধ সরবরাহ এবং টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী এলাকার রোগীদের সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণের কথা জানান।
ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন “আমি বিশ্বাস করি, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। এই হাসপাতালে আমরা প্রতিটি রোগীর জন্য সমান এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করব। সকল চিকিৎসক, নার্স, এবং কর্মীদের সহযোগিতায় আমরা একটি মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।”
উপজেলা স্বাস্থ্য বিভাগের নতুন প্রধানের এই উদ্যোগগুলো এলাকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এই ব্যাপারে সকল কর্মকর্তা কর্মচারী আশাবাদ ব্যক্ত করেন।