ডেক্স রিপোর্ট —
ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত ও জখম করল দুর্বৃত্তরা।জানা যায় নগরকান্দা পৌরসভার নগরকান্দা গ্রামের ফারুক মাতব্বরের ছেলে আলামিন মাতুব্বর (২৬ )কে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। (২৪ আগস্ট) বৃহস্পতিবার রাত প্রয় ৮ টায় নগরকান্দা কলেজ রোডে রক্তাক্ত ও জখম করেন। এ বিষয়ে আহত আল-আমিন মাতব্বর বলেন একই গ্রামের দেলোয়ার হোসেন দুলু ও এসকেন্দার মাতুব্বর ছেলে আনিছের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। তারই জের ধরে আজ আমাকে কলেজ রোডে একলা পেয়ে খোকন মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে আমার মুখে বস্তা ডুকিয়ে নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে।রক্তাক্ত ও জখম করার সময় তারা বলে মুরুব্বী কে মারার প্রতিশোধ নিলাম, কিছুদিন আগে আমার সাথে ওদের ঝগড়া হয়। এ বিষয়ে আহত আল আমিন মাতব্বরের পিতা ফারুক মাতুব্বর বলেন আমি আইনের আশ্রয় নিব আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ঘটনাটি জেনেছি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি অভিযোগ দিলে তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয় দুলু মিয়া বলেন আমাদের ফাঁসাতে এমন বক্তব্য দেয় আলামিন,আমি এবিষয় কিছই জানিনা