"কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :-
নওগাঁ ডিসি অফিস ও কোর্টে আসা বিভিন্ন উপজেলার বিচার প্রার্থীদের বসার জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ‘তাল বেলাল’ খ্যাত সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল।
রবিবার (৮ই ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার দিকে নওগাঁ ডিসি অফিস ও কোর্ট চত্বরের সামনে বেঞ্চে বসে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসকের প্রতিনিধি
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, ডিসি অফিস ও কোর্টে আসা সাধারণ বিচার প্রার্থী নাগরিক সহ নওগাঁর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আব্দুল্লাহ আল মামুন
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, তাল বেলাল খ্যাত আমাদের নওগাঁর সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং সকলকে এমন উদ্যোগ গুলোর সাথে থাকার জন্য আহবান করছি।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান