" কাজী স্বাধীন "
স্টাফ রিপোটার :-
নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। তবে সরবরাহ কমায় বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবধরণের ধানের দাম প্রতিমণে ৫০-৬০ টাকা বেড়েছে। তবে এক মাসের ব্যবধানের বেড়েছে মনে ১০০ টাকা পর্যন্ত। ভাল দাম পেয়ে খুশি কৃষক।
জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাট। ভোরের আলো ফোটার পর এ হাট শুরু হয়ে চলে সকাল ৯টা পর্যন্ত। এ হাটে স্বর্না-৫ ধান ১৪৪০-১৪৫০ টাকা, ব্রি-৪৯ জাতের ধান ১৫০০ টাকা, ব্রি-৫১ জাতের ধান ১৪১০-১৪২০ এবং চিনিগুড়া ২১০০-২২০০ টাকা মন। এছাড়া ইরি বোরো মৌসুমে পুরোনো ধান মনে ৩০-৪০ টাকা বেড়ে জিরাশাইল, কাটারিভোগ ও সুভলতা ১৬৫০-১৭০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।
কৃষকরা বলছেন – হাটে ধানের পরিমান কম আসছে। সে তুলনায় ব্যবসায়ির সংখ্যা বেশি। প্রতিযোগীতা করে বেশি দামে ধান কিনতে হচ্ছে। এতে বেড়েছে দাম। বর্তমানে বাজারে সবকিছুর দাম উধ্বগতি। সে তুলনায় বেশি পাওয়ায় খুশি কৃষকরা।
মহাদেবপুর উপজেলার রসুলপুর গ্রামের কৃষক উৎপল চন্দ্র বলেন, এক সপ্তাহ আগে ধান বিক্রি করেছি ১ হাজার ৪৮০ টাকা মন দরে। সপ্তাহের ব্যবধানে মনে বেড়েছে ৫০-৬০ টাকা। ব্রি-৪৯ জাতের ধান ১ হাজার ৫৩০ টাকা মন। ৫ মন বিক্রি করেছি। দাম বাড়ায় খুশি। তবে ধানের দাম ১৫শ টাকা মন হলে সুবিধা হবে। কারণ বর্তমানে সবকিছুর দামই উধ্বগতি। এছাড়া কীটনাশকের দামও কমানো দরকার।
আড়ৎদার আফজাল হোসেন বলেন – কৃষকরা প্রয়োজন ছাড়া হাটে ধান বিক্রির জন্য নিয়ে আসছে না। এ কারণে হাটে ধানের পরিমাণ কম। চাহিদা মতো ধান পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে ধান কিনতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান