“কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-
নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ গেটের সামনে জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের উপর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনটি করেন আলমপুর ইউনিয়নবাসী। মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় চেয়ারম্যান ওসমান গনি ১৫ বছর ধরে ইউনিয়ন পরিষদের সকল খাতে দুর্নীতি ও নানান অনিয়ম করেছে। শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের সময়, বিএনপি জামায়াতের নেতাকর্মিদের উপর নির্যাতনের মাস্টারমাইন্ডও ছিলেন তিনি।
তিনারা আরও বলেন, “আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হন ওসমানগনি। এরপর মাহি সন্তোষ মাজার ও বস্তাবর দাখিল মাদরাসায় অনিয়ম, মাজার মসজিদের ইমামদের সম্মানী ভাতা আত্মসাৎ, মাজারে ওয়াজ মাহফিলের জন্য সরকারি বরাদ্দের চাল লুটপাটসহ ওই ইউনিয়ন পরিষদের মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা ও শারীরিক প্রতিবন্ধী ভাতার কার্ড বরাদ্দের সময় দুর্নীতি ও অনিয়ম করায় তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চৌঘাট ঐতিহাসিক মাজার শরীফ ও জামে মসজিদের ইমাম আব্দুর রহিম, মোয়াজ্জেম আব্দুল মালেক, খাদেম মইনুদ্দিন ময়নাসহ আলমপুর ইউনিয়নবাসী।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনির মোবাইল ফোন বন্ধ থাকায়, এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মানববন্ধনের একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করণের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।