ধামরাই প্রতিনিধিঃ-
ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ছোট আশুলিয়া আবাসিক এলাকায় মুরগীর খামার তৈরির অভিযোগ এনে প্রশাসনের নিকট সহায়তা চায় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ মনির হোসেন নামক এক ব্যক্তি জেনেশুনে তাদের ঘরবাড়ি সংলগ্ন এলাকায় খামার তৈরি করার পায়তারা করছিলেন।
এলাকাবাসী জানায়, গত দুই তিন বছর আগেও একই স্থানে মুরগীর খামার দিতে চেয়েছিলো। তখন অভিযোগ দিলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জনগণের স্বাস্থ্যের কথা লক্ষ্য রেখে তা বন্ধ করে দেন। কিন্তু তারা আবারও করতে চাচ্ছে। এই স্থানে খামার হলে মাছি এবং দুর্গন্ধে মানুষ অসুস্থ্য হয়ে পড়বে।এমনটাই আশংকা প্রশাসনের।
এবিষয়ে উপজেলা প্রশাসন জানায়, আবাসিক এলাকা থেকে ৮০ মিটার দুরত্বে খামার করা যাবে কিন্তু মনির হোসেনের নির্বাচিত স্থানটি আবাসিক এলাকা সংলগ্ন হওয়ায় বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান