মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা দুর্গাপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান কে সামনে রেখে সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি রাতুল খান রুদ্র, হাজং ছাত্র সমাজ প্রতিনিধি অন্তর হাজং সহ প্রমূখ।
অনুষ্ঠানে তরুণদের ভাবনা এবং তাদের আত্মসামাজিক উন্নয়ন নিয়ে নানা দিক উঠে আসে। এ সময় তরুণরা যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবং ঋণ ব্যবস্থার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নানা গল্পও তুলে ধরেন। সামনের দিনগুলোতে তরুণদের কাজে লাগিয়ে সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ের কথাও জানান উপস্থিত অতিথিরা।