মোঃশরিফুল ইসলাম (শরীফ)
কালীগঞ্জ, প্রতিনিধিঃ-
সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর নুরুজ্জামান এর নির্মিত পার্ক ও আ.লীগ অফিস ভেঙে দেয়া হলো।
অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষে থেকে। এর আগে নোটিশ ও মাইকিং করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) লালমনিরহাট রেলওয়ের উদ্যোগে কালিগঞ্জ থানাধীন তুষভান্ডার রেলওয়ে স্টেশনের আশেপাশে রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উক্ত উচ্ছেদ অভিযানে রেলের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর পুকুরপার্ক, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান ভুট্টোর তামাক গোডাউনের অংশবিশেষ সহ স্টেশনের আশেপাশে
ভাসমান ১০-১৫ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযান শান্তিপূর্ণভাবে পরিচালিত হলেও স্টেশনের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করতে গেলে সেখানে বসবাসরত স্থানীয় লোকজন উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের চেষ্টা করেন। তাদের বাধার মুখে রেলওয়ে কর্তৃপক্ষ আপাতত বস্তি উচ্ছেদ অভিযান স্থগিত করেন।
উক্ত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন :
জনাব, মো: আব্দুর রাজ্জাক
সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট।
জনাব,মো: তৌহিদুল ইসলাম
সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট।
জনাব, মো: আতাউল গণি ওসমানী,সহকারী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী,
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট সহ লালমনিরহাট রেলওয়ের অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে
নিরাপত্তাকর্মী, কালিগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যগণ।