উপজেলা প্রতিনিধিঃ মোঃ আল হেলাল।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জনজীবন ব্যাহত হচ্ছে তীব্র শীতের কারনে।ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে স্থবির সাধারণ জীবন জাপন।খেটে খাওয়া মানুষ খুবই কষ্টে আছে। সন্ধার পরই ঝেকেবসে শীত,রাত্র হওয়ার সাথে বেড়ে চলে কুয়াশা। দিনের বেশির ভাগ সময়ই সূর্যের দেখা মেলেনা।উপজেলার নদীতীরবর্তী গ্রাম তেলিখালীর কৃষক আনিচ আকন,এনায়েত হাওলাদার জানান এখন তাদের মিষ্টিকুমড়া, ভাঙ্গী,মরিচ চারা রোপনের সময় অথচ কুয়াশার কারনে তাদের চারা নস্ট হচ্ছে। চরখালী গ্রামের জেলে রফিক মাঝি বলেন কুয়াশায় নদীতে মাছধরা প্রায় অসম্ভব, সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে। সরকারি ও ব্যক্তিগত ভাবে কেউ শীতবস্ত্র বিতরণ করছেনা,শিশু ও বৃদ্ধরা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নানারকম শীত জনিত রোগ আক্রান্ত হচ্ছে। ধাওয়া গ্রামের ষাটোর্ধ জামিলা বেগম বলেন সামনে আরো বেশি শীত পড়লে তাদের বেঁচে থাকা দায় হবে। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছেন সুবিধা বঞ্চিত এসকল মানুষেরা।