সোহেল রিয়ান,তালতলী বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে কৃষকের প্রতিবন্ধকতা দূর করতে ও কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে উপজেলার পচাকোড়ালিয়া বাজার সংলগ্ন স্লুইস ঘাটে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। এ সময় তার সাথে ছিল মৎস্য অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী সহ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ছাত্ররা। এ সময় অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল পুড়িয়ে দেয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক আলভী খান ও রেদোয়ান মৃধা বলেন,একটি প্রভাবশালীমহল দীর্ঘ বছরের পর বছর কৃষিকাজের ব্যবহারের স্লুইসগেটআটকে অবৈধ ও নিষিদ্ধ সুতি জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ মেরে ফেলছে এছাড়া
জলাবদ্ধতার সৃষ্টি করে কৃষকের সর্বনাশ করে আসছিল।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা জানান,কৃষিকাজে কৃষকের প্রতিবন্ধকতা কারীচক্র কৃষকদের ক্ষতি করছে, এছাড়া এ সকল অবৈধ জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট ছোট মাছ ধ্বংস করছে।
কৃষিকাজের স্বার্থে স্লুইস গেটে পেতে রাখা সুক্ষ্ম ফাঁসের অবৈধ জাল সহ মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।