মো.অলিউল্লাহ, , (কুমিল্লা) প্রতিনিধি
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল আবেদনের ওপর শুনানি শেষে বিচারিক আদালতের রায় বাতিল করে এ আদেশ দেন।
বিগত আওয়ামী সরকারের প্রতি হিংসার স্বীকার পাঁচ পাঁচ বারের সাবেক সাংসদ পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরসাদ সরকারের সময় দীর্ঘ নয় বছরের ধর্মে প্রতি মন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি ২০১১ সালে এত বয়রি অবস্থায় ও এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় শাররিক ভাবে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশের বাহিরে যায় এমত অবস্থায় তাঁকে সে সময় ষড়যন্ত্র মূলক ভাবে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলা জড়িয়ে দেয়া হয়েছিল । যাতে করে তিনি আর দেশে আসতে না পারে। এ জঘন্য কাজটি করে ছিলো তৎকালীন সময় পরাজিত এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন, কায়কোবাদের সাথে ভোটের রাজনীতিতে না পেরে অনেক টাকা খরচ করে, তাঁকে দেশের বাহিরে রাখা অপচেষ্টা করেছে যাতে সে দেশে আসতে না পারে। আর তিনি যদি দেশেরমাটিতে থাকেন তাহলে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি হতে পারবে না। এ কথা জেনে তিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িয়ে দীর্ঘ কয়েকটি বছর কায়কোবাদ কে দেশের বাহিরে রাখে,এবং তার করা রাস্ত ঘাট বেহালদশা হয়ছিল কোন কাজ করেনি বিশেষ করে ১৭ নং জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহম্মেদ মীর কে জোর করে ভোটে পরাজিত করে সফিক চেয়ারম্যান কে বিজয়ী ঘোষনা করে ক্ষেন্ত হয়নি, এ ইউনিয়নের মহিলা ও পুরুষ মেম্বার সহ মোট বার জন কে আওয়ামী লীগের সমর্থীত লোক থেকে বেচে নেয়া হয়েছিল।শুধু কি তাই উক্ত ইউনিয়নের নিকা রেজিস্ট্রার পযর্ন্ত দলিয় লোকদেখে মোটা অর্থের লেনদের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছিল ।এমন কোন দূর্নীতি নাই যে সে করেনাই।কায়কোবাদ কে দাবিয়ে রাখতে এমন কোন কোট কৌশল নাই যা সে করে নাই। জন মানব বান্ধব এমপি কায়কোবাদ কে মুরাদনগরের মানুষের হৃদয়ের মাঝে আসন করে বসে আছে কে বিছিন্ন করে দেশের বাহিরে রেখছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থহয়ে দেশের বাহিরে থাকলে ও মুরাদনগরের মানুষের মনের মনি কোঠায় অবস্থান ছিল তাঁর। ফ্যাসিবাদি সরকার তাঁর প্রতি যে মানুষের মনে ভালোবাসা রযেছে তা প্রকাশ পযর্ন্ত করতে দেওয়া হয়নি। গত ২০২৩ সালে ১৬ ই ফেব্রুয়ারিতে কায়কোবাদ দাদার মমতাময়ি মা মানে তাঁর পুরো পৃথিবী একদিকে অপর দিকে মা একদিকে এমন মায়ের বিদায়ের কালে তিনি থাকতে পারেবেন না এমটি তিনি কখনো ভাবেননি। হায়রে রাজনীতি এ রাজনীতির কারনে মায়ের ,বিদায় অনুষ্ঠানে থাকতে পারলেননা। মায়ের শেষ বিদায়ের মূহুর্তে থাকতে না পারার বেদনা তাঁকে অনেক কষ্ট দিয়েছে। গত ৫ই আগষ্টে হাসিনা সরকারের পতনের পড় থেকে গুঞ্জন শুরু হয়েছে কুমিল্লা, মুরাদনগরের ৩ আসনের গন মানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরে আসার আগমনি বার্তা বাতাস এসে বলে যায় তিনি আসছে, সকালের সূর্য ভোরের উদ্ভাসিতআলো এসে বলে যায় তিনি আসছে,আমাবর্ষা রাতের অন্ধকারশেষে, পূর্ণিমার চাঁদ মিটি মিটি হেসে বলছে তিনি আসছে। সকল জলপনা কল্পনার অসশান ঘটিয়ে তারেক রহমান সহ তিনি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অবশেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলা থেকে কায়কোবাদ দাদার মামলার অবসান হলো,